ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

জামালপুর জেলা লকডাউন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০১:১০, ৯ এপ্রিল ২০২০

জামালপুর জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। 

বুধবার জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় এ সিন্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসন সূত্র জানায়, জামালপুর জেলার সঙ্গে ঔষধ, খাদ্যদ্রব্য, সংবাদপত্র ও চিকিৎসকদের গাড়ি ছাড়া দেশের সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। জেলায় ঔষধ ও কাচা বাজার ছাড়া সব ধরনের দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নিদের্শ দেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী লকডাউন বাস্তবায়ন করতে নানা পদক্ষেপ নিয়েছে।

এই জেলায় দুইজন করোনা রোগী সনাক্ত হয়েছে। তাদের জামালপুর শেখ হাসিনা মেডিকেল কলেজের আইসোলেশেন ইউনিটে রাখা হয়েছে।

এমবি// 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি