ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

বাগেরহাটে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে নিহত ১

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৭, ৯ এপ্রিল ২০২০

বাগেরহাটের চিতলমারীতে শিশুদের ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে প্রতিপক্ষের হামলায় বিপুল শেখ (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। 

বুধবার রাত ৮টার দিকে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এই হামলার ঘটনা ঘটে। 

আজ বৃহস্পতিবার সকালে নিহতের ময়নাতদন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সম্পন্ন হয়েছে। তবে, এ ঘটনায় এখনও জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। নিহত বিপুল ওই উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের বাসিন্দা।

পুলিশের ভাষ্যমতে, বুধবার সকালে চিতলমারী উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামের মাঠে স্থানীয় কয়েকজন শিশুর ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্ব হয়। পরে শিশুদের অবিভাবকদের হস্তক্ষেপে তা মীমাংসা হয়। পরে ওই দ্বন্দ্বের জেরে রাত ৮টার দিকে এক অবিভাবকের সঙ্গে বিপুল শেখের পুনরায় বাকবিতণ্ডা হয়। 

একপর্যায়ে ওই অবিভাবকদের মধ্যে কারও হাতে থাকা ধারালো অস্ত্র বা লোহার রড দিয়ে বিপুল শেখের মাথায় আঘাত করা হয়। এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শরীফুল হক সাংবাদিকদের জানান,‘হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের  চেষ্টা চলছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি