ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০২৪

ব্রাহ্মণবাড়িয়ায় গৃহবধূর মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১২, ৯ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ায় আখাউড়া উপজেলার রাণীখার গ্রামে করোনার উপসর্গ নিয়ে শিপন বেগম নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। 

আজ বৃহস্পতিবার সকালে ৫০ বছর বয়সী ওই নারীর মৃত্যু হয়।

সম্প্রতি তিনি নারায়ণগঞ্জ থেকে অসুস্থতা নিয়েই বাড়িতে ফেরেন। তিনি ওই গ্রামের হামদু মিয়ার স্ত্রী। 

প্রতিবেশীরা জানান, গত ১ এপ্রিল শিপন বেগম অসুস্থতা নিয়ে রাণীখার গ্রামে চলে আসেন। গত এক সপ্তাহ ধরে প্রচন্ড জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। সামাজিকভাবে হেনস্তার আশঙ্কায় কাউকে কিছু বলেননি তিনি। বৃহস্পতিবার ভোরে নিজ বাড়িতেই মারা যান ওই নারী। 

আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাহমিনা আক্তার রেইনা সাংবাদিকদের জানান, ‘মৃত ওই নারীর সংস্পর্শে আসা ব্যক্তিদের সনাক্ত করে কোয়ারেন্টাইনের আওতায় আনা হবে।’

আর মৃতের নমুনা সংগ্রহ করে ঢাকায় প্রেরণ করা হবে বলে জানিয়েছেন সিভিল সার্জন ডাক্তার মো. একরামউল্লাহ। 

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি