ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে লকডাউন: তৎপর প্রশাসন

নরসিংদী প্রতিনিধি: 

প্রকাশিত : ১৮:২২, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

নরসিংদীতে চলছে লকডাউন। করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে পার্শবর্তী সকল জেলা থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ এবং বহিঃগমন ঠেকাতে এ অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করেছেন স্থানীয় প্রশাসন। 

গত বুধবার দুপুরে নরসিংদী জেলা প্রশাসক ও দেশের অভ্যন্তরে করোনা প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির সভাপতি সৈয়দা ফারহানা কাউনাইন এ সংক্রান্ত গণবিজ্ঞপ্তি জারী করেন।

নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণ করা হচ্ছে। সকাল থেকেইে আইনশৃংখলা বাহিনীর কড়া নজরদারীর পাশাপাশি টহল দিচ্ছে সেনাবাহিনীও। 

জরুরী খাদ্যসামগ্রী সরবরাহ ও চিকিৎসা ছাড়াও আওতাবর্হিভুত থাকছে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ। এছাড়া সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান, গণজমায়েত, গণপরিবহন, দিনরাতে জনসাধারণের চলাচল বন্ধে রয়েছে নিষেধাজ্ঞা। আদেশ অমান্য করলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন জেলা ম্যাজিষ্ট্রেট।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি