ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

করোনার উপসর্গ নিয়ে আ: লীগ নেতার মৃত্যু

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:৩৭, ৯ এপ্রিল ২০২০ | আপডেট: ১৮:৪৩, ৯ এপ্রিল ২০২০

করোনা উপসর্গ নিয়ে অসুস্থ বরগুনার আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান (মুক্তিযোদ্ধা) জি.এম দেলোয়ারের মৃত্যু হয়েছে। আজ (বৃহস্পতিবার) বেলা ১১টার দিকে নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। করোনা সন্দেহে তার বাড়ি লকডাউন করেছেন, বরগুনা জেলা প্রশাসন।

বরগুনা জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ তার বাড়ি লকডাউনের বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, তিনি অসুস্থ হবার পরে গতকাল (বুধবার) তার নমুনা সংগ্রহ করে ঢাকা পাঠানো হয়েছে। তার মতে রিপোর্ট পাবার পরে নিশ্চিত হওয়া যাবে, তিনি করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কিনা!

জি.এম দেলোয়ারের ছেলে আমতলী পৌরসভার প্যানেল মেয়র জি.এম মুসা জানিয়েছেন, তারা বাবা নিউমোনিয়ায় ভুগছিলেন। গত কয়েকদিন ধরে তিনি জ্বর ও শ্বাসকষ্টে ভুগছিলেন। বাড়িতে রেখেই তার চিকিৎসা চলছিলো। বিকেল ৫টার পরে তার মরদেহ দাফন করার কথা রয়েছে।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি