ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

বরিশালে পিসিআর ল্যাবে করোনা ভাইরাস পরীক্ষা শুরু

বরিশাল প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৫৯, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে করোনা ভাইরাস পরীক্ষার পিসিআর ল্যাবের কার্যক্রম শুরু হয়েছে। ৮ মার্চ উদ্বোধনের পর নমুনা পরীক্ষা করেন এখানে কর্মরত চিকিৎসক, টেকনিশিয়ানরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে শুরু হয় পরীক্ষার কার্যক্রম।

শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. বাকির হোসেন বলেন, তারা শুরুর দিনই করোনা ইউনিটে ভর্তি দু’জন রোগির নমুনা বরিশাল মেডিকেল কলেজে স্থাপিত পিসিআর ল্যাবে পাঠিয়েছিলেন। আজও রোগির নমুনা পাঠাবেন। এখানে ল্যাব হওয়াতে পরীক্ষার ফলাফল পেতে সহায়ক হবে তাদের।

শের-ই-বাংলা মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অসীত ভূষণ দাস বলেন, তারা পরীক্ষার ফলাফল, প্রথমে ঢাকায় এরপর যেসব স্বাস্থ্য কেন্দ্র থেকে রোগির নমুনা পাঠিয়েছে তাদের ওখানে ফলাফল জানিয়ে দিবেন। তারা আজ থেকে পরীক্ষা করছেন। 

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি