ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে শ্বাসকষ্টে যুবকের মৃত্যু, নমুনা সংগ্রহ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের শ্রীপুরে শ্বাসকষ্টে ৩৫ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়েছে। তার দেহে করোনা ভাইরাস সংক্রমণ আছে কিনা তা নিশ্চিত করতে নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠিয়েছে কর্তৃপক্ষ।

জানা গেছে, ওই যুবক দীর্ঘদিন ধরে যক্ষ্মা রোগে ভুগছিলেন। সকালে যুবকের শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তার স্বজনরা চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আনার পথেই তার মৃত্যু হয়। 

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: প্রণয় ভূষণদাস জানান, ওই যুবক করোনা ভাইরাসে আক্রান্ত ছিলেন কি না, তা নিশ্চিত হতে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছে। নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষনা প্রতিষ্ঠান -আইইডিসিআরে পাঠানো হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি