ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বুড়িচংয়ে শিশু ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ২০:০৯, ৯ এপ্রিল ২০২০

কুমিল্লার বুড়িচংয়ে চাঞ্চল্যকর শিশু ধর্ষণ মামলার একমাত্র আসামী ও ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব-১১ কুমিল্লা।

র‌্যাব জানায়, গত ১১ মার্চ কুমিল্লার বুড়িচং এর ঘিলাতলী গ্রামের গাজী শফিক এর ছেলে নেয়ামত উল্লাহ বাদল (২৫) একজন শিশুকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ফুসলিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। ধর্ষনের পর হতে ধর্ষক নেয়ামত উল্লাহ বাদল (২৫) পলাতক ছিল। গতকাল রাতে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল বিশেষ অভিযান পরিচালনা করে উক্ত শিশু ধর্ষন মামলার একমাত্র আসামী ও ধর্ষক নেয়ামত উল্লাহ বাদলকে কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম থানার মিয়া বাজার এলাকা হতে গ্রেফতার করে।  

র‌্যাব-১১, সিপিসি-২, কুমিল্লার কোম্পানী অধিনায়ক উপ-পরিচালক মেজর তালুকদার নাজমুছ সাকিব জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী স্বীকার করে যে, সে গত ১১ মার্চ সন্ধ্যায় ভিকটিম ০৫ বছরের শিশুকে বিভিন্ন প্রলোভন ও ভয়-ভীতি দেখিয়ে ফুসলিয়ে বুড়িচং থানার ঘিলাতলী (বড়বাড়ি) গ্রামের ছমেদের পরিত্যাক্ত টিনের চৌচালা ঘরে নিয়ে শিশুটির ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষন করে। ধর্ষন শেষে ধর্ষক নেয়ামত উল্লাহ বাদল (২৫) ঘটনাস্থল থেকে দ্রুত চলে যায়। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি