ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

হিলিতে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ শুরু

হিলি প্রতিনিধি

প্রকাশিত : ২২:৪৪, ৯ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের কারণে বেকার হয়ে পড়া গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে বিনামূল্যে ওএমএসের চাল বিতরণ শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ১০টায় হিলি পৌরসভার ৭নং ওয়ার্ড জালালপুরে এই চাল বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়। পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম এই কার্যক্রম উদ্বোধন করেন। এসময় সেখানে কাউন্সিলর ইসরাইল হোসেন উপস্থিত ছিলেন।

হিলি পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম বলেন, ওএমএসের কার্ডধারী প্রত্যেক ব্যাক্তিকে ৫ কেজি করে চাল বিতরন করা হচ্ছে, সপ্তাহে তিন দিন এই চাল বিতরন করা হবে। পর্যায়ক্রমে পৌরসভার ৯টি ওয়ার্ডেই এই চাল বিতরন করা হবে। ১০টাকা কেজি দরে এসব চাল দেওয়ার কথা থাকলেও পৌরমেয়র তার নিজস্ব অর্থায়ানে ডিলারদের নিকট থেকে ক্রয় করে এসব চাল সম্পুর্ন ফ্রিতে গরীব অসহায় দুস্থ্য মানুষদের মাঝে বিতরন করছেন।

আরকে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি