ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

জয়পুরহাটে জ্বর-ডায়রিয়ায় যুবকের মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি 

প্রকাশিত : ১১:১৩, ১০ এপ্রিল ২০২০

জ্বর ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে জয়পুরহাটে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১২টায় হাসপাতাল নেওয়ার পথে তার মৃত্যু হয়। 

ক্ষেতলাল উপজেলার আলমপুর ইউনিয়নের পৌলুঞ্জ বর্মণপাড়া গ্রামের মৃত ওই যুবকের নাম নির্দোষ চন্দ্র (২১)। তিনি ওই গ্রামের সুশীল চন্দ্রের ছেলে। এ ঘটনায় ওই যুবকেরসহ পার্শ্ববর্তী ১০টি বাড়ি লকডাউন করেছে স্থানীয় প্রশাসন।  

আলমপুর ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ারুজ্জামান তালুকদার নাদিম জানান, ‘নির্দোষ চন্দ্র বগুড়া শহরের একটি ডাল প্রস্তুত কারখানায় কাজ করতেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে ওই কারখানার লোকজন বুধবার তাকে নিজ বাড়িতে রেখে যান। পরে বৃহস্পতিবার তাকে সিএনজিযোগে বগুড়ায় হাসপাতালে নেয়ার পথে উপজেলার ফুলদিঘী বাজার এলাকায় মারা যান।’
 
ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আতাউর রহমান বলেন, ‘ওই যুবক জ্বর-ডায়রিয়ায় আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা তার নমুনা সংগ্রহ করেছি।’

ক্ষেতলাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আরাফাত রহমান বলেন, ‘মৃত ওই যুবক ৯টি বাড়ির লোকজনের সংস্পর্শে এসেছিলেন। তাই, তারসহ পার্শ্ববর্তী ১০টি লকডাউন করা হয়েছে।’

সিভিল সার্জন ডা. সেলিম মিঞা ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘নির্দোষ চন্দ্র গত ৮ দিন ধরে জ্বর, সর্দি ও কাশিতে আক্রান্ত ছিলেন। পরীক্ষার জন্য তার মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। রিপোর্ট হাতে পেলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কিনা।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি