ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে হোম কোয়ারেন্টাইনে আরও ৭৮ 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১১:৪৫, ১০ এপ্রিল ২০২০

গত ২৪ ঘন্টায় সিরাজগঞ্জে আরও ৭৮ জনকে হোম কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে। 

গত ১৯ মার্চ থেকে এখন পর্যন্ত জেলায় বিদেশফেরতদের মধ্যে একদিনে বিশেষ পর্যবেক্ষণে রাখার সংখ্যায় এটি দ্বিতীয় সর্বোচ্চ। 

এ নিয়ে সদর ও উল্লাপাড়া হাসপাতালে ২ জন কোয়ারেন্টাইনে থাকাসহ জেলায় বর্তমানে করোনার পর্যবেক্ষণে থাকা ব্যক্তির সংখ্যা  ১৮২ জন। 

এদিকে, নির্দিষ্ট মেয়াদ পূর্ণ করায় জেলায় এখন পর্যন্ত ৫১৬ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে বলে সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে।  

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি