ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

চুয়াডাঙ্গায় ৭ জনকে জরিমানা

চুয়াডাঙ্গা প্রতিনিধি

প্রকাশিত : ১১:৪৮, ১০ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশনা অমান্য করায় চুয়াডাঙ্গায় পৃথক ভ্রাম্যমাণ আদালতে ৭ জনকে জরিমানা করা হয়েছে। 

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিনব্যাপী শহরের বিভিন্ন এলাকায় এসব আদালত পরিচালিত হয়। এতে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন সাংবাদিকদের জানান, ‘করোনা পরিস্থিতি মোকাবিলায় বিদেশফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতকরণে সর্বাত্মক চেষ্টা চলছে। পাশাপাশি জনসমাবেশ বন্ধকরণ, বাজার মনিটরিং এবং সামাজিক দূরত্ব নিশ্চিতে জেলা প্রশাসনের একাধিক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। দিনব্যাপী কার্যক্রমে জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্ব দেয়া হচ্ছে।’

এআই


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি