ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

বরিশাল নগরীতে বন্ধ মোটরসাইকেল চলাচল 

বরিশাল প্রতিনিধি 

প্রকাশিত : ১৪:২৫, ১০ এপ্রিল ২০২০

করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে বরিশাল নগরীতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মোটরসাইকেল চলাচল। মেট্টোপলিটন পুলিশ কমিশনার মো. শাহাবুদ্দিন খান এ নির্দেশ দেন। 

তবে সরকারি কাজে ব্যবহৃত, স্বাস্থ্যসেবা ও সংবাদকর্মীদের মোটরসাইকেল আওতামুক্ত থাকবে। বিএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জাকির হোসেন মজুমদার এ তথ্য নিশ্চিত করেছেন।

সাংবাদিকদের তিনি জানান, ‘করোনা প্রতিরোধে নগরবাসীর সুরক্ষা নিশ্চিত করতে শুক্রবার (১০ এপ্রিল) থেকে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত বরিশালে মোটরসাইকেল চলাচল বন্ধ থাকবে। এর আগে যানবাহন চলাচল বন্ধ কর হয়। কিন্তু ভাড়া মোটরসাইকেলসহ অসংখ্য মোটরসাইকেল ব্যক্তিগত কাজে চলাচল করায় এ ব্যবস্থা নেওয়া হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি