ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে ২৪ পরিবহন চালককে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৩, ১০ এপ্রিল ২০২০

সরকারি নির্দেশ অমান্য করায় সিরাগঞ্জে ২৪ পরিবহন চালককে জরিমানা করা হয়েছে।

জানা গেছে, নির্দেশনা উপেক্ষা করে মাইক্রোবাস ও পণ্যবাহী ট্রাকে যাত্রী পরিবহন করায় তাদেরকে ২৯ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়।

আজ শুক্রবার দুপুরে উল্লাপাড়া উপজেলা নির্বাহী অফিসার আরিফুজ্জামানের নেতৃত্বে মহাসড়কের হাটিকুমরুল গোল চত্ত্বরে এ অভিযান চালানো হয়।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খাইরুল ইসলাম সাংবাদিকদের জানান, ‘সরকারি নির্দেশ অমান্য করে উত্তরবঙ্গ মহাসড়কের গণপরিবহনের পাশাপাশি পণ্যবাহী মাইক্রোবাস ও ট্রাকে যাত্রী পরিবহন করা হচ্ছিল। এমন অবস্থায় মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের জরিমানা করা হয়েছে।’

এআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি