ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নাটোরে প্রবেশপথ বন্ধ করল পুলিশ

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৬, ১০ এপ্রিল ২০২০

করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে অন্য জেলা থেকে নাটোরে প্রবেশ বন্ধ করে দিয়েছে জেলা পুলিশ। 

আজ শুক্রবার সকাল থেকে বনপাড়া-হাটিকুমরুল-বঙ্গবন্ধু সড়ক, নাটোর-বগুড়া-উত্তরাঞ্চল ও নাটোর-পাবনা-দক্ষিণাঞ্চল মহাসড়কের নাটোর প্রবেশ মুখে অবস্থান নেয় পুলিশ। জরুরি প্রয়োজনের যানবাহন ছাড়া সকল ধরনের যানবাহন প্রবেশ বন্ধ করে দেয়া হয়। 

সংশ্লিষ্ট সড়ক মহাসড়কে অবস্থান নিয়ে তল্লশি চালানো হচ্ছে বলে জানান ট্রাফিক পুলিশের এক কর্মকর্তা। এ ব্যাপারে জানতে জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন। 

এআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি