ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নাটোরে মুসল্লিশূন্য জুমআ`র দিন

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৬:১৮, ১০ এপ্রিল ২০২০

শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে পুলিশের অবস্থান

শহরের কেন্দ্রীয় মসজিদের সামনে পুলিশের অবস্থান

Ekushey Television Ltd.

সরকারি নির্দেশনা অনুযায়ী শুক্রবার জুমআর আজানের পর থেকেই নাটোরের মসজিদগুলো থেকে মাইকে মুসল্লিদের মসজিদে না এসে ঘরে নামাজ আদায়ের পরামর্শ দেয়া হয়। 

এরই প্রেক্ষিতে এদিন দুপুরে আজানের পর পরই নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদসহ প্রধান প্রধান মসজিদের সামনে অবস্থান নেয় পুলিশ। 

তবে অধিকাংশ মসজিদেই মুসল্লিদের উপস্থিতি ছিলনা বললেই চলে। বেশিরভাগ মুসল্লি বাড়িতেই নামাজ আদায় করেছেন। তবে আজানের পরপরই পুলিশকে মসজিদে মসজিদে গিয়ে খোঁজ নিতেও দেখা গেছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি