দৌলতদিয়া-পাটুরিয়ায় থেমে নেই যাত্রী পারাপার
প্রকাশিত : ১৬:৩১, ১০ এপ্রিল ২০২০
করোনাভাইরাস মোকাবিলা করার জন্যে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সকল প্রকার নৌযান চলাচল সরকারি নির্দেশে বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ। শুধু পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স নদী পারাপার করার জন্যে সীমিত ভাবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সরেজমিন গিয়ে দেখা যায়, প্রতিটি ফেরিতে সাধারণ মানুষ পারাপার স্বাভাবিক রয়েছে। পণ্যবাহী ট্রাক, এ্যাম্বুলেন্স এর পাশাপাশি পারাপার হচ্ছে প্রাইভেটকার ও মাক্রোবাস।
বিআইডব্লিউটিসি’র দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মোঃ আবু আব্দুল্লা রনি জানান, স্বাভাবিক সময়ে দৌলতদিয়া ঘাট থেকে ৩হাজার বিভিন্ন প্রকার যানবাহন নদী পার হয়। এখন পন্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স সহ মোট সহা¯্রাধিক যানবাহন নদী পার হয়। কোন যাত্রীবাহী পরিবহন পার করা হয় না। তবে কিছু পণ্যবাহী ট্রাকের পাশাপাশি যাত্রী পারাপার হয়ে যায়।
আরকে//
আরও পড়ুন