ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কুমিল্লাকে লকডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৮, ১০ এপ্রিল ২০২০

কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেছে প্রশাসন। করোনা সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসক (ডিসি) আবুল ফজল মীর। এখন থেকে জেলায় কেউ প্রবেশ ও বের হতে পারবে না।

আজ শুক্রবার দুপুরে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ ঘোষণা দেওয়া হয়।

আবুল ফজল মীর বলেন, করোনা রোধে কুমিল্লাকে লকডাউন করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জাতীয় আঞ্চলিক সড়ক-মহাসড়ক, নৌপথে অন্য কোনও জেলা থেকে কেউ কুমিল্লায় প্রবেশ এবং বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন ও জনসমাগম বন্ধ থাকবে। তবে জরুরি সব সেবা ও সরবরাহ লকডাউনের আওতার বাইরে থাকবে।

এদিকে কুমিল্লা জেলায়ও করোনা ছড়িয়ে পড়েছে। ইতিমধ্যে দুটি উপজেলায় তিনজন রোগী শনাক্ত হয়েছে। কয়েকটি বাড়ি লকডাউন করে দেওয়া হয়েছে। সে জন্য প্রশাসন পুরো জেলায় লকডাউন ঘোষণা করেছে।

এসি
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি