ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বরগুনার আমতলী লকডাউন 

বরগুনা প্রতিনিধি 

প্রকাশিত : ১৭:৫৩, ১০ এপ্রিল ২০২০

বরগুনার আমতলী উপজেলাকে লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। শুক্রবার বিকেল তিনটার দিকে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ লকডাইনের ঘোষণা করেন। 

এর আগে গতকাল বৃহস্পতিবার আমতলী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও আমতলী সাবেক উপজেলা চেয়ারম্যান জিএম দেলওয়ার হোসেনের মৃত্যু’র কারনে তার বাড়ী লকডাউন ঘোষনা করেছিল প্রশাসন। 

নয় থেকে দশ দিন ধরে জ্বর থাকায় জিএম দেলওয়ার হোসেনের নমুনা সংগ্রহ করে ঢাকা আইইডিসিআর এ পাঠায় স্বাস্থ্য বিভাগ তার মৃত্যুর আগের দিন বুধবার। আজ শুক্রবার দুপুরে জিএম দেলওয়ারের কোভিড-১৯ পজেটিভ রিপোর্ট আসে। রিপোর্ট হাতে পেয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ আমতলী উপজেলাকে লকডাউন ঘোষনা করেছেন। 

এবিষয়ে জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন, জিএম দেলওয়ার হোসেনের কাছাকাছি এবং জানাযায় যারা গিয়েছিলো তাদের হোম কোয়ারান্টাইনে থাকার জন্য অনুরোধ জানাচ্ছি।

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি