এবার নোয়াখালী লকডাউন
প্রকাশিত : ২০:১৩, ১০ এপ্রিল ২০২০
করোনা ভাইরাসের সংক্রমণ ঝুঁকি এড়াতে কুমিল্লার পর এবার নোয়াখালী জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার বিকেলে নোয়াখালী জেলা প্রশাসক ও করোনা ভাইরাস প্রতিরোধে জেলা কমিটি সভাপতি তন্ময় দাস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
গণবিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল শনিবার ভোর ৬টা থেকে পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। নোয়াখালী জেলায় জনগণের প্রস্থান ও গমন নিষিদ্ধ। এতে সড়ক ও নৌ-পথে অন্য জেলা থেকে কেউ এ জেলায় প্রবেশ করতে বা অন্য কোনো জেলায় গমন করতে পারবে না। জেলার অভ্যন্তরে আন্তঃউপজেলায় যাতায়তের ক্ষেত্রেও একইরূপ নির্দেশনা বহাল থাকবে।
কেউ জেলা প্রশাসনের এ সিদ্ধান্ত অমান্য করলে তার বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক তন্ময় দাস।
এর আগে শুক্রবার দুপুরে কুমিল্লা জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মো. আবুল ফজল মীর।
এমএস/এসি
আরও পড়ুন