ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে ৬০ জনকে লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ২২:৫৮, ১০ এপ্রিল ২০২০

সরকারি নির্দেশনা অমান্য করায় জেলার পাঁচটি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের ৬০ জনকে ১লাখ ২হাজার ১শ’ টাকা জরিমানা করেছেন। বৃহস্পতিবার বিকেল থেকে রাত ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন আড়ৎ, হাট-বাজার ও দোকান-পাটে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিমের নির্দেশনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

এসময় জেলার ৫টি উপজেলার নির্বাহী অফিসার, সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জনসমাগম রোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন ও গণবিজ্ঞপ্তি অনুসারে নির্ধারিত দোকানপাটসমূহ বন্ধ থাকার অবস্থা মনিটরিং করেন। 

এসময় সরকারি নির্দেশ অমান্য করায় দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখাসহ বিভিন্ন কারণে বিভিন্ন ব্যক্তি ও ব্যবসা প্রতিষ্ঠানের ৬০ জনকে মোট ১লাখ ২হাজার ১শ’ টাকা জরিমানা করেন। 

এর মধ্যে সদর উপজেলার ৪৩, পীরগঞ্জ উপজেলায় ২, রাণীশংকৈল ১ ও হরিপুর উপজেলায় ১৪জনকে অর্থদন্ড প্রদান করা হয়। জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম। তিনি করোনা ভাইরাস থেকে বাঁচতে সকলকে নিরাপদ ও অপরকে নিরাপদ রাখার জন্য নিজ নিজ বাসায় থাকার আহ্বান করেন । 

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি