ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

সিরাজগঞ্জে আরও ৯৬ জন হোমকোয়ারেন্টাইনে 

সিরাজগঞ্জ প্রতিনিধি 

প্রকাশিত : ১২:৫৪, ১১ এপ্রিল ২০২০

গত ২৪ ঘণ্টায় সিরাজগঞ্জ জেলায় আরও নতুন ৯৬ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গত  ১৯ মার্চ থেকে সিরাজগঞ্জ জেলায় বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা এই সংখ্যা হচ্ছে দ্বিতীয় সবোর্চ্চ সংখ্যা। সিরাজগঞ্জ সদর হাসপাতাল ১ জন ও উল্লাপাড়া হাসপাতালে ১ জন কোয়ারেন্টাইনে থাকাসহ জেলায় এখন কোয়ারেন্টাইনে রয়েছে ২৭৬ জন।

নতুন হোম কোয়ারেন্টাইনে রাখা ৯৬ জনের মধ্যে ৫২ জনই সিরাজগঞ্জ সদর উপজেলার। অন্যারা হচ্ছে বেলকুচি উপজেলায় ২০জন, উল্লাপাড়া উপজেলায় ১৬ জন ও কাজিপুর উপজেলায় ৮ জন।
অন্যদিকে সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ২ জন। এই ২ জনই কাজিপুর উপজেলার।

সিরাজগঞ্জ জেলায় মোট কোয়ারেন্টাইনে রাখা হয় ৮৩৪ জন এবং সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে ৫৫৮ জন।

বর্তমানে সিরাজগঞ্জ জেলায় হোম কোয়ারেন্টাইনে থাকা ২৭৪ জনের মধ্যে সর্বোচ্চ ১১০ জন রয়েছে সিরাজগঞ্জ সদর উপজেলায়। এরপরে রয়েছে কাজিপুর উপজেলায় ৪৭ জন,উল্লাপাড়া উপজেলায় ৪১ জন,শাহজাদপুর উপজেলায় ৪০ জন,বেলকুচি উপজেলায় ৩৩ জন ও চৌহালী উপজেলায় ৩ জন।

নিরাপদে রয়েছে কামারখন্দ,রায়গঞ্জ ও তাড়াশ উপজেলা। এই তিন উপজেলার হোম কোয়ান্টোইনে রাখা সবাই সুস্থ্যতার ছাড়পত্র পেয়েছে। হোম কোয়ারেন্টাইনে রায়গঞ্জে ছিল ৮৫ জন, কামারখন্দে ছিল ৫২ জন ও তাড়াশে ছিল ১৭ জন।

সিরাজগঞ্জ সিভিল সার্জন অফিস এসব তথ্য নিশ্চিত করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি