ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

তৃতীয় দিনে লকডাউন নরসিংদী, বাড়ছে জনসমাগম

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত : ১২:৫৯, ১১ এপ্রিল ২০২০

লকডাউনের তৃতীয় দিনে জনসমাগম বাড়তে দেখা দেখা গেছে নরসিংদীতে। আইনশৃংখলা বাহিনীর চোখ ফাকি দিয়ে নানা অজুহাতে লোকজন বের হওয়ায় পুরানো চেহারায় ফিরছে শহর, গ্রামের পরিস্থিতি আরোও নাজুক।

করোনাভাইরাস সংক্রমণ ঝুঁকি মোকাবেলা ও সুরক্ষার প্রয়োজনে পার্শ্ববর্তী সকল জেলা থেকে যানবাহন ও সাধারণ মানুষের অবাধে প্রবেশ নিষেধ থাকলেও তৃতীয় দিনেই পাল্টে যাচ্ছে পরিস্থিতি। খোদ শহরের বিভিন্ন বাজার, অলি-গলিতেই দেখা মিলছে অপ্রয়োজনে বের হওয়া লোকজনের।

এর আগে গত ৯ এপ্রিল করোনা ভাইসার সংক্রমণরোধে পুরো জেলাকে লকডাউন (অবরুদ্ধ) ঘোষণা করেন নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন। নির্দেশনা অনুযায়ী নরসিংদী জেলায় জনসাধারণের প্রবেশ ও প্রস্থান নিয়ন্ত্রণের পাশাপাশি আইন অমান্য করায় জরিমানাও করা হচ্ছে।

জরুরি খাদ্যসামগ্রী সরবরাহ, চিকিৎসা ও জরুরি সেবা ছাড়াও আওতাবহির্ভূত থাকছে ঢাকা-সিলেট জাতীয় মহাসড়কের ৫২ কিলোমিটার অংশ।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি