ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মাদারীপুরে নারীর মৃত্যু

মাদারীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১৩:১১, ১১ এপ্রিল ২০২০

মাদারীপুরের কালকিনিতে করোনা উপসর্গ নিয়ে এক নারী (৫২) মারা গেছেন। গতকাল শুক্রবার রাত ১১টার দিকে ওই নারী মৃত্যুবরণ করেন। 

ওই নারীর মৃত্যুতে কালকিনি উপজেলা প্রশাসন মৃতের বাড়িটি লকডাউন করেছে। নিহতের বাড়ি কালকিনি উপজেলার রমজানপুর ইউনিয়নের চড়াইলকান্দি গ্রামে।

এ বিষয়ে কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল-বিধান মোহাম্মদ সানাউল্লাহ জানান, গতকাল (শুক্রবার) বিকেলে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক নারী করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়। পরবর্তীতে রাত ১১টার দিকে তার মৃত্যু হয়। নিহতের নমুনা সংগ্রহ করা হয়েছে, করোনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হবে। 

তিনি আরও জানান, ইসলামিক ফাউন্ডেশন ধর্মীয় বিধান অনুযায়ী সর্তকতার সাথে তার লাশ দাফনের ব্যবস্থা করছে।

কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমিনুল ইসলাম জানান, কালকিনি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা উপসর্গ নিয়ে একজন নারীর মৃত্যুর ঘটনায় নিহতের বাড়িটি লকডাউন করা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি