ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পত্নীতলায় নারীর মৃত্যু, দাফনে বাধা

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:২৫, ১১ এপ্রিল ২০২০

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স

Ekushey Television Ltd.

নওগাঁর পত্নীতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে শাহীন আক্তার (২৬) নামে এক নারীর মৃত্যু হয়েছে। আজ শনিবার সকাল ৮টার দিকে এই ঘটনা ঘটে। 

এদিকে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু সন্দেহে গ্রামবাসী তার দাফনে বাধা দেয়। তবে প্রশাসনের বিশেষ ব্যবস্থায় তার দাফন সম্পন্ন হয়েছে এবং তার আগে স্বাস্থ্য বিভাগ মৃতদেহের নমুনা সংগ্রহ করছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক।

মৃত শাহীন আক্তার উপজেলার মাটিন্দর ইউনিয়নের বাজকোলা গ্রামের মোক্তাদিরের স্ত্রী। তিনি দুই দিন আগে ঢাকার আশুলিয়া থেকে স্বামীর বাড়িতে আসেন। 

নওগাঁর জেলা সিভিল সার্জন ডাঃ আকন্দ মোঃ আখতারুজ্জামান জানান, শাহীন আক্তার গত ১০ তারিখে ঢাকা থেকে গ্রামের বাড়ি আসেন। আজ (১১ এপ্রিল) ভোররাতে তাকে শ্বাসকষ্ট নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে তার পরিবারের লোকজন। সেখানে চিকিৎস্যাধীন অবস্থায় সকাল ৮টায় শাহীন আক্তার মারা যায়। 

এদিকে, মৃতের পরিবারের লোকজন লাশ নিয়ে গ্রামের বাড়িতে দাফনের জন্য গেলে সেখানে গ্রামের লোকজন করোনায় আক্রান্ত হয়ে শাহীন আক্তারের মৃত্যু হয়েছে সন্দেহে দাফনে বাধা দেয়। পরে পরিবারের লোকজন শাহীনের মৃতদেহ তার বাবার বাড়ি একই উপজেলার আকবরপুর ইউনিয়নের ব্যাদাপুর গ্রামে জেলা প্রশাসনের বিশেষ ব্যবস্থায় দাফন করা হয়। 

এদিকে ওই মৃতদেহের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি