ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আধিপত্য নিয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৪৯, ১১ এপ্রিল ২০২০

বাঞ্ছারামপুরে সংঘর্ষ পরবর্তী চিত্র

বাঞ্ছারামপুরে সংঘর্ষ পরবর্তী চিত্র

Ekushey Television Ltd.

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে ৩০ আহত হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সোনারামপুর ইউনিয়নের শান্তিপুর গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে। 

আহতদের নরসিংদী সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুত্বর আহতরা হলেন- নজরুল ইসলাম (৪৫), হুমায়ুন মিয়া (৩৫), মো. শাহজাহান (৪০), মোশারফ মিয়া (২১), ফজর আলী (১৬), মো. আলামিন (২৩), মো. শফি মিয়া (৪৫), আনার মিয়া (৩০), দুলাল মিয়া (৩৫)। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে শাস্তিপুর গ্রামের মতি মেম্বার ও ফরিদ উদ্দির মাস্টারের মধ্যে বিরোধ চলছিলো। পূর্ব শত্রুতার জের ধরে আজ সকালে দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। সংঘর্ষে ভাঙচুর করা হয়ে বেশ কয়েকটি বাড়িঘর। 

এ ব্যাপারে জানতে চাইলে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন চৌধুরী জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষেী লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমান ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি