ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ব্রাহ্মণবাড়িয়ায় আক্রান্ত ৭ জন, মৃত্যু ১

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৫, ১১ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ

ব্রাহ্মণবাড়িয়ার ম্যাপ

ব্রাহ্মণবাড়িয়ায় গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে একজন মারা গেছেন এবং বাকি ছয়জন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। 

শনিবার (১১ এপ্রিল) দুপুরে জেলা করোনা ভাইরাস নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কমিটির সভা শেষে ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ্ এ তথ্য জানান।

তিনি জানান, জেলায় গত ২৪ ঘণ্টায় ৭ জন করোনা আক্রান্ত রোগীকে সনাক্ত করা হয়েছে। এর মধ্যে আখাউড়ায় ৩ জন নারী, বিজয়নগরে ২ জন পুরুষ, নবীনগরে ১ জন, ব্রাহ্মণবাড়িয়া সদরে ১ জন করোনা সনাক্ত করা হয়েছে। এছাড়াও বাঞ্ছারামপুরের করোনা আক্রান্ত ১ ব্যক্তির মৃত্যু হয়েছে। 

সিভিল সার্জন আরও জানান, এখন পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে ৬০ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ঢাকায় পাঠিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি