ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা উপসর্গ নিয়ে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি 

প্রকাশিত : ১৮:১৩, ১১ এপ্রিল ২০২০ | আপডেট: ১৮:১৪, ১১ এপ্রিল ২০২০

ফেনীর পরশুরামে শ্বাসকষ্ট নিয়ে এক মাদ্রাসা ছাত্র মৃত্যুবরণ করেছে। শনিবার সকালে উপজেলার ৫নং দক্ষিণ কোলাপাড়া এলাকায় তাঁর মৃত্যু হয়।

নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, করোনার চলমান পরিস্থিতিতে কিছুদিন ধরে সে ত্রাণ বিতরণ কাজে নিয়োজিত ছিল। একপর্যায় শুক্রবার রাতে তার শ্বাসকষ্ট বেড়ে যায়। পরে সকালে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সে পরশুরাম ইসলামিয়া ফাজিল মাদ্রাসার আলিম ১ম বর্ষের ছাত্র ছিলেন।

পরশুরাম উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.আবদুল খালেক জানান, পূর্ব থেকে তার শ্বাসকষ্ট ছিল। মৃত ব্যক্তির শরীরে করোনা ভাইরাসের সংক্রমন ছিলো কিনা খতিয়ে দেখতে নমুনা সংগ্রহ করা হয়েছে। মেডিকেল পরীক্ষার পর বিস্তারিত জানা যাবে।

কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি