ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

ঠাকুরগাঁওয়ে মাইক্রো-ট্রাক সংঘর্ষে আহত ৬

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশিত : ১৩:৩৬, ১২ এপ্রিল ২০২০

ঠাকুরগাঁও জেলায় লকডাউনের মধ্যেও মাইক্রো-ট্রাক মুখোমুখি সংঘর্ষে ৬ জন আহত হয়েছে।

আজ রোববার সকালে ঠাকুরগাঁও-ঢাকা মহাসড়কের খোচাবাড়ি নামক স্থাানে এই দুর্ঘটনা ঘটে। আহত ৬ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা জনায় তারা, রাজধানী ঢাকার নারায়ণগঞ্জ থেকে ১৪ জন দুটি মাইক্রোবাস নিয়ে ঠাকুরগাঁওয়ে আসছিল। পথিমধ্যে তাদের একটি মাইক্রোবাস ট্রাকের সাথে সংঘর্ষ হলে এই দুর্ঘটনা ঘটে। আহতদের সবাই সর্দি, জ্বরে আক্রান্ত বলে জানায় চিকিৎসকরা।

এদিকে নারায়ণগঞ্জ থেকে আগত ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও হরিপুর উপজেলায় তিনজনের করোনা সংক্রামন সনাক্ত হলে গতরাত (শনিবার) ৯টায় পুরোজেলাকে লকডাউন ঘোষণা করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি