ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

জয়পুরহাটে ২৫.৪৪ মেট্রিক টন চালসহ আ’লীগ নেতা আটক

জয়পুরহাট প্রতিনিধি

প্রকাশিত : ১৪:৪৫, ১২ এপ্রিল ২০২০

২৫.৪৪ মেট্রিক টন চালসহ আটক আ’লীগ নেতা

২৫.৪৪ মেট্রিক টন চালসহ আটক আ’লীগ নেতা

জয়পুরহাটের আক্কেলপুরে সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চালসহ আল ইসরাইল জুবেল নামে এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা। শনিবার (১১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার গোপীনাথপুর বাজারে তার গুদামে অভিযান চালিয়ে ওই চালসহ তাকে আটক করা হয়।

আটককৃত জুবেল গোপীনাথপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদ্য সাবেক সভাপতি ও গোপীনাথপুর পুর্ব বাজার এলাকার মৃত নজির উদ্দীন মন্ডলের ছেলে।

শনিবার রাত সাড়ে আটটায় র‌্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের অধিনায়ক জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রশিদ সরকারি চালসহ আল ইসরাইল জুবেলকে আটক করার তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, আল ইসরাইল জুবেলের গুদামে বিপুল পরিমাণ সরকারি চাল মজুদ থাকার কথা জানতে পারে র‌্যাব। শনিবার বিকেলে র‌্যাব সদস্যরা ওই গুদামে অভিযান চালান। সেখান থেকে সরকারি ২৫.৪৪ মেট্রিক টন চাল জব্দ করা হয়। এসময় গুদামের মালিক আল ইসরাইল জুবেলকে আটক করা হয়। তার বিরুদ্ধে আক্কেলপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি