ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নওগাঁর টিনপট্টিতে মিলল নবজাতকের লাশ

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৫:৩০, ১২ এপ্রিল ২০২০

নওগাঁ ম্যাপ

নওগাঁ ম্যাপ

নওগাঁ শহরের টিনপট্টি এলাকা থেকে এক নবজাতকের মৃতদেহ উদ্ধার করেছে সদর থানা পুলিশ। রোববার (১২ এপ্রিল) বেলা ১১টার দিকে পরিত্যক্ত অবস্থায় মৃতদেহটি উদ্ধার করা হয়। 

বিষয়টি নিশ্চিত করে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) ফয়সাল বিন জামান জানান, টিনপট্টি এলাকার একটি ফাঁকা জায়গায় ওই নবজাতকের মৃতদেহ দেখতে পেয়ে এলাকাবাসী থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে কাপড়ে মোড়ানো অবস্থায় নবজাতকের মৃতদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

তিনি আরও জানান, নবজাতকের বয়স মাত্র একদিন। তবে এখনো পরিচয় পাওয়া যায়নি। তবে মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি