ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

সরাইলে আইন অমান্য করায় ১৭ জনকে জরিমানা

সরাইল প্রতিনিধি

প্রকাশিত : ১৭:২৪, ১২ এপ্রিল ২০২০

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় না রাখা ও আইন অমান্য করে দোকান খোলা রাখার দায়ে উপজেলা নির্বাহী অফিসার এএসএম মোসা ও সহকারি কমিশনার (ভূমি) ফারজানা প্রিয়াংকার পরিচালনায় ভাম্যমান আদালতে ১৭ জনকে নগদ অর্থদন্ড প্রদান করা হয়। 

গতকাল সদর ইউনিয়নের শাহ আলমকে দুই হাজার, নিলুফা এক হাজার, মনজিল হাসান পাঁচশত, কান্তিশ পাল দুই হাজার, মহিউদ্দিন পাঁচশত, হুমায়ন কবির দুই হাজার, গাফ্ফার দুই হাজার, মান্না দুইশত, লিপি দুইশত, লুৎফুর রহমান দুই হাজার, চুন্টা ইউনিয়নের সফি উদ্দিন দুই হাজার, আশিকুল্লা পাঁচশত, নোয়াব মিয়া পাঁচশত, মাসেক পাঁচশত, পানিশ্বর ইউনিয়নের জোবায়ের পাঁচশত, জসিম পাচঁশত, সাদেক মিয়া দুই'শ টাকা।
কেআই/ 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি