ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নওগাঁয় প্রতিপক্ষের হামলায় নারীসহ আহত ৩

নওগাঁ প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৪৪, ১২ এপ্রিল ২০২০

নওগাঁ ম্যাপ

নওগাঁ ম্যাপ

নওগাঁর নিয়ামতপুরে বাঁশ কাটাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই নারীসহ ৩ জন আহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) সকালে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের অঘোর পূর্বপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, ওই গ্রামের মৃত প্রদীপ সন্নাসীর ছেলে রমি সন্নাসী পৈত্রিক সূত্রে বাঁশ বাগানসহ একটি সম্পত্তি ভোগদখল করে আসছেন। এদিকে রমির চাচাতো ভাই নিরঞ্জন সন্নাসীও একই সম্পত্তির মালিকানা দাবি করায় তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়।

ঘটনার দিন সকালে নিরঞ্জন সন্নাসী ও তার লোকজন বাঁশ বাগান থেকে জোর করে বাঁশ কাটতে শুরু করে। প্রদীপ তাদের বাধা দিতে গেলে নিরঞ্জন ও তার লোকজন প্রদীপকে মারপিট শুর করে। এসময় রমির স্ত্রী তুলসী রানী ও তার মা শেফালী রানী এগিয়ে এলে নিরঞ্জনের লোকজন তাদেরকেও বেদম মারপিট করে। তাদের চিৎকারে গ্রামবাসী ছুটে এসে তাদের উদ্ধার করে নিয়ামতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।

এ ব্যাপারে নিয়ামতপুর থানার অফিসার ইনচার্জ হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় এখনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি