ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মোংলা বন্দরে তিন হাজার শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ

মোংলা প্রতিনিধি

প্রকাশিত : ১৭:৫৮, ১২ এপ্রিল ২০২০

মোংলা বন্দরের কর্মহীন প্রায় তিন হাজার শ্রমিকের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার (১২ এপ্রিল) বিকেলে শ্রমিক সংঘ কার্যালয়ে ত্রাণ সরবরাহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ. খালেক। 

এসময় উপস্থিত ছিলেন, মোংলা বন্দর ব্যবহারী ও শ্রমিক ঠিকাদারদের প্রতিষ্ঠান মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে আব্দুল্লাহ খোকন সিরনিয়াবাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইকবাল হোসেন, বন্দর ব্যবহারকারী এসএম মোস্তাক হোসেন মিঠু, আলহাজ্ব এইচ এম দুলাল, মশউর রহমান ও মোংলা বন্দর শ্রমিক কর্মচারী সংঘের সা. সম্পাদক ওমর ফারুক সেন্টু। 

মোংলা বন্দর ব্যবহারী ও শ্রমিক ঠিকাদারদের প্রতিষ্ঠান মোংলা বন্দর বার্থ এন্ড শিপ অপারেটর অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক একে আব্দুল্লাহ খোকন সিরনিয়াবাদ জানান, সামাজিক মূল্যবোধ ও মানবিক কারণে ২৮০০ শ্রমিকের মাঝে রোববার (১২ এপ্রিল) বিকেলে তাদের পরিবারকে সহায়তা হিসেবে ত্রাণের এ বিশেষ প্যাকেজ তুলে দেয়া হয়। এ বিশেষ প্যাকেজের মধ্যে রয়েছে চাল, ডাল, তেলসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। তিনি আরও জানান, কর্মহীন শ্রমিক পরিবারকে এই দুর্যোগে সহায়তা হিসেবে যে ত্রাণ তারা দিয়েছেন তাতে কিছুটা হলেও শ্রমিক পরিবারগুলো উপকৃত হবেন।

এদিকে ত্রাণ সহায়তা দিয়েছে দেশের অন্যতম শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ। এদিন দুপুরে মোংলা শিল্প এলাকায় বসুন্ধরার মেঘনা সিমেন্ট মিলসের সামনে সাড়ে তিন হাজার কর্মহীন শ্রমজীবিদের হাতে ত্রান তুলে দেওয়া হয়। বসুন্ধরা গ্রুপের এ ত্রাণ শ্রমজীবিদের মাঝে দেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আ. খালেক। এসময় উপস্থিত ছিলেন মোংলা পোর্ট পৌরসভার মেয়র আলহাজ্ব জুলফিকার আলী। 
কেআই/ 
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি