ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ১০ দিনের লকডাউন ঘোষণা

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত : ১৮:০৩, ১২ এপ্রিল ২০২০

শহরের লকডাউনের চিত্র

শহরের লকডাউনের চিত্র

Ekushey Television Ltd.

রাজবাড়ীতে ৫ জন করোনা ভাইরাস পজিটিভ হওয়ায় ১০ দিনের জন্যে পুরো জেলা লকডাউন ঘোষণা করা হয়েছে। আজ (১১ এপ্রিল) বিকেল থেকে এ লকডাউন কার্যকর হবে বলে এক গণবিজ্ঞপ্তিতে জানিয়েছেন জেলা প্রশাসক। 

তবে জেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, বেশ অবাধেই চলাচল করছে সাধারণ মানুষ। লকডাউনের মধ্যে দৌলতদিয়া ফেরি ঘাটে শতশত শ্রমিক নিয়ে কাজ করছে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ।

জানা গেছে, দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পণ্যবাহী ট্রাক ও এ্যাম্বুলেন্স পারাপার করার জন্যে সীমিত আকারে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে। আর এই সুযোগে শতশত যাত্রী ফেরিতে নদী পারাপার হচ্ছে। 

এদিকে, মহাসড়কে দেখা যায়, সাধারণ মানুষ নদী পার হয়ে নিজ নিজ গন্তব্যে যাওয়ার চেষ্টা করছে। তবে গণপরিবহন না থাকায় তাদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি