ঢাকা, রবিবার   ২০ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শ্রীমঙ্গলে পুলিশ ও সাংবাদিকদেরকে ব্যবস্থাপত্রসহ ঔষধ প্রদান

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত : ১৮:২২, ১২ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিএমএ সভাপতি ডা: হরিপদ রায় করোনা দুর্যোগ মোকাবেলায় যারা মাঠে কাজ করছেন ও সংবাদ সংগ্রহ করছেন বিশেষ করে পুলিশ ও গণমাধ্যমকর্মীদের মধ্যে ব্যবস্থাপত্রসহ এক কোর্স ঔষধ প্রদান করেছেন।

শনিবার সন্ধায় শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে ও শ্রীমঙ্গল থানা ক্যাম্পাসে গিয়ে তিনি এ  ঔষধ ও রোগের লক্ষনসহ ব্যবস্থাপত্র তুলে দেন।

ডা: হরিপদ রায় জানান, এই সময়ে যারা মাঠে কাজ করেন তাদের যে কোন সময় হালকা জ্বর ও শর্দি আসতে পারে। তা ছাড়া এই আবহাওয়া অনেকটা জ্বর শর্দির। তাই যে কোন সময় যদি পুলিশ বা গণমাধ্যম কর্মীর হালাকা জ্বর শর্দি বা কাশি দেখা দেয় তাহলে ওই ঔষধ ব্যবহারের পরামশ্যদেন।  

আরকে//
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি