ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

ধর্ষণের অভিযোগে আ’লীগ নেতা বহিষ্কার

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৮:৪৪, ১২ এপ্রিল ২০২০ | আপডেট: ১৮:৪৯, ১২ এপ্রিল ২০২০

বহিষ্কৃত জেলা আওয়ামী লীগ নেতা সাকিলুর রহমান ও বিজ্ঞপ্তি

বহিষ্কৃত জেলা আওয়ামী লীগ নেতা সাকিলুর রহমান ও বিজ্ঞপ্তি

মাদারীপুরে এক নারীকে ধর্ষণের অভিযোগে জেলা আওয়ামী লীগের কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় কৃষকলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক সাকিলুর রহমান সোহাগ তালুকদারকে দল থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। 

রোববার (১২ এপ্রিল) দুপুরে মাদারীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানা গেছে।
  
বিজ্ঞপ্তিসূত্রে জানা গেছে, জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী পরিষদের সদস্য সাকিলুর রহমান তালুকদার সোহাগ একজন সংখ্যালঘু (হিন্দু) নারীকে ধর্ষণ করার অভিযোগ উত্থাপিত হয় এবং সেই নারী বাদী হয়ে গত ১৮ মার্চ ঢাকার ভাটারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। বর্তমানে ওই মামলায় সাকিলুর রহমান তালুকদার সোহাগ গ্রেপ্তার হয়ে জেল হাজতে থাকায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ায় তাকে দলীয় পদ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।

এ বিষয়ে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজল কৃষ্ণ দে বলেন, সাকিলুর রহমান সোহাগ তালুকদার কেবল এক হিন্দু নারীকেই ধর্ষণ করেননি, তার বিরুদ্ধে দলের শৃংখলা ভঙ্গের আরো অভিযোগ রয়েছে। তাই তাকে দল থেকে সাময়িক বহিষ্কার করে কেন্দ্রে পাঠানো হয়েছে। যাতে স্থায়ীভাবে তাকে দল থেকে বহিষ্কার করা হয়।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি