ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

নাটোরে ১৪০ শিক্ষককে ডিসির খাদ্য সহায়তা 

নাটোর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩৮, ১২ এপ্রিল ২০২০

নাটোরে মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রমের শিক্ষকদের খাদ্য সহায়তা দেয়া হয়েছে। সদর উপজেলার এই কার্যক্রমের আওতায় ১৪০ জন শিক্ষকের মাঝে এসব খাদ্য সামগ্রী প্রদান করেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। 

আজ এসব খাদ্য সামগ্রী বিতরণের  আগে জেলা প্রশাসক  মোঃ শাহরিয়াজ শিকষকদের উদ্দেশ্যে করোনা ভাইরাস নিয়ে কথা বলেন। তিনি সকল শিক্ষকের উদ্যেশ্যে বলেন,করোনা ভাইরাস  মোকাবেলায় সকলকে সামাজিক দুরত্ব বজায় রাখতে হবে। নিজ নিজ এলাকার মানষদের ঘরে অবস্থান করার জন্য সচেতন করতে হবে। প্রতিবেশীরা যেন ঘরে অবস্থান করেন সেই সচেতনা বৃদ্ধি করার জন্য তিনি সকল শিক্ষকদের প্রতি অনুরোধ জানান। 

এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি