ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

দুস্থ মানুষের ঘরে ত্রাণ পৌঁছে দিচ্ছেন মগধরা ইউপি চেয়ারম্যান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:০৭, ১২ এপ্রিল ২০২০ | আপডেট: ২০:১৪, ১২ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের প্রভাবে কর্মহীন মানুষের পাশে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন সন্দ্বীপ উপজেলার মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন। তিনি পর্যায়ক্রমে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন। 

বাদশা মিয়া সুকানী ফাউন্ডেশনের উদ্যোগে ও চেয়ারম্যানের পৃষ্ঠপোষকতায় মগধরা ১ ও ২নং ওয়ার্ডসহ  ইউনিয়নে দুস্থ মানুষের বাড়িতে বাড়িতে এ ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হচ্ছে। 

এসব খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছ, চাউল ১৫ কেজি,আলু ৩ কেজি,পিয়াজ ১ কেজি, ডাল ১ কেজি, তৈল ১ লিটার,সাবান।

মগধরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আনোয়ার হোসেন বলেন, করোনাভাইরাসের প্রভাবে সবাই এখন কর্মহীন। এতে দিনমজুর ও দুস্থ মানুষের দুঃখ কষ্টের সীমা নেই। এ পরিস্থিতিতে মগধরা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে দুস্থ মানুষের ঘরে ঘরে নিজ উদ্যোগে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছি। এ বিপদের দিন সকলে একযোগে যদি এগিয়ে আসে তবে মানুষের দুঃখ-কষ্ট কমে আসবে।আমার পক্ষ থেকে এই সহযোগিতা অব্যাহত থাকবে।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি