ঢাকা, বৃহস্পতিবার   ৩১ অক্টোবর ২০২৪

সরাইলে ফের দু’পক্ষের সংঘর্ষ, আহত ৩০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত : ২১:০০, ১২ এপ্রিল ২০২০ | আপডেট: ২১:০৪, ১২ এপ্রিল ২০২০

আখিতাঁরা গ্রামে সংঘর্ষের চিত্র- ছবি একুশে টিভি।

আখিতাঁরা গ্রামে সংঘর্ষের চিত্র- ছবি একুশে টিভি।

কয়েকদিন আগের ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে। পূর্ব শত্রুতার জের ধরে এ সংঘর্ষে দুইপক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকাল থেকে উপজেলার নোঁয়াগাও ইউনিয়নের আখিতাঁরা গ্রামে কয়েক ঘন্টাব্যাপী এ সংঘর্ষের ঘটনা ঘটে।  

পূর্ব বিরোধের জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যান কাজল চৌধুরী ও আব্বাস মিয়ার গোষ্ঠির মধ্যে সকালে কথা কাটাকাটি হয়। পরে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন লোক আহত হয়। আহতদের সরাইল সদর হাসপাতাল ও আশপাশের হাসপাতালে চিকিৎসা নিয়েছে। 

সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহদাত হোসেন টিটু জানান, পূর্বশত্রুতার জেরে নোঁয়াগাও ইউনিয়নের চেয়ারম্যন কাজল চৌধুরী ও আব্বাসের গোষ্টির মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ টিয়ারশেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন রাখা হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি