ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

করোনা শনাক্তের পর পুঠিয়ার ৪৩ বাড়ি লকডাউন

রাজশাহী প্রতিনিধি

প্রকাশিত : ১৪:০৫, ১৩ এপ্রিল ২০২০

রাজশাহীর পুঠিয়ায় এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়ার পর ৪৩ পরিবারকে লকডাউন করে দিয়েছে প্রশাসন। একই সঙ্গে ১০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। আর করোনায় আক্রান্ত যুবককে বাড়িতে রেখেই চিকিৎসা দেয়া হবে বলে জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমা আকতার।

তিনি জানান, রাজশাহীতে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে উপজেলার জিউপাড়া ইউনিয়নের বগুড়াপাড়া গ্রামে। রোববার বিকেলে তার নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া যায়। এর পর পরই রোগীর বাড়ি ও তার শ্বশুরবাড়িসহ আশপাশের ৪৩টি পরিবারকে লকডাউন করা হয়েছে। এসব পরিবারের সদস্যরা বাড়ির বাহিরে বের হতে পারবে না বা ওই বাড়িগুলোতে কেউ যেতে পারবে না।

এছাড়া দুইটি ওষুধের দোকান ও একটি ফিলিং স্টেশনের কর্মচারিদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। এই সঙ্গে একই সঙ্গে নমুনা সংগ্রহ করা হয়েছে ১০ জনের। ওই যুবকের পরিবারের অপর সদস্যদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পদক্ষেপ নেয়া হয়েছে।

করোনাভাইরাস নির্ণয় ও চিকিৎসা কমিটির আহ্বায়ক এবং মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক আজিজুল হক আজাদ বলেন, ওই যুবকের বাড়িতেই আইসোলেশনে রাখা হয়েছে। সেখানেই তার চিকিৎসা চলবে। ইতোমধ্যেই তাকে ওষুধ দেয়া হয়েছে। সিভিল সার্জনের প্রতিনিধি দল তার কাছে ওষধ পৌঁছে দিয়েছে বলে জানান তিনি।

পুঠিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ওলিউজ্জামান বলেন, ওই এলাকায় সার্বক্ষনিক নজরদারি রাখতে রোববার সন্ধ্যা থেকে পুলিশ পাহারায় রাখা হয়েছে। পাশাপাশি সাধারণ লোকজনের সচেতনতা বাড়াতে মসজিদগুলোতে মাইকের মাধ্যমে প্রচারণা চালানো হচ্ছে।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি