ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

লকডাউন নেত্রকোণা

নেত্রকোনা প্রতিনিধি

প্রকাশিত : ১৪:২৫, ১৩ এপ্রিল ২০২০

নেত্রকোণায় চার রোগী করোনা ভাইরাসে শনাক্ত হওয়ার পর সোমবার দুপুর থেকে পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেছেন।

গত ১০ এপ্রিল প্রথম দু’জন ও ১২ এপ্রিল আরো দুইজন করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার পর জেলার জন সাধারণকে সর্তক করে দেয়া হয়। 

কিন্তু জনসাধারণের অবাধ চলাচল কমাতে এবং করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধ করতে সোমবার দুপুর থেকে পরবর্তী নিদের্শ না দেয়া পর্যন্ত পুরো জেলাকে লকডাউন ঘোষণা করেন জেলা প্রশাসক মঈন উল ইসলাম।

জেলা প্রশাসক জানান, লকডাউনের সময়ে সবাইকে স্ব স্ব ঘরে অবস্থান করতে হবে। করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সরকারের গৃহীত নিয়মকানুন মেনে  করোনা পরিস্থিতি মোকাবেলায় আহ্বান জানান।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি