কুমিল্লা সদরে ৭শ’কৃষকের মাঝে সার ও বীজ বিতরণ
প্রকাশিত : ১৬:৫৭, ১৩ এপ্রিল ২০২০
সামাজিক দূরত্ব বজায় রেখে কুমিল্লার সদর উপজেলায় ৭ শত জন কৃষকের মাঝে মৌসুমের আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার অংশ হিসাবে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করেছে উপজেলা কৃষি অফিস।
সোমবার সকালে দূর্গাপুর উত্তর ইউপি কার্যালয় প্রাঙ্গনে ২০২০-২১ অর্থবছরের কৃষি প্রনোদনা কর্মসূচীর আওতায় উফশী আউশ আবাদের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যে সার ও বীজ বিতরন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আমিনুল ইসলাম টুটুল, উপজেলা নির্বাহী অফিসার জাকিয়া আফরিন, উপজেলা কৃষি অফিসার মোঃ মশিউল ইসলাম, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলার ৬টি ইউপি ৭ শত জন কৃষকের মাঝে ৫ কেজি বীজ, ২০ কেজি ডিএপি ১০ কেজি এমওপি সার বিতরন করা হয়।
আরকে//
আরও পড়ুন