ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

ফরিদপুরে এই প্রথম করোনা রোগী সনাক্ত

ফরিদপুর প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৪৬, ১৩ এপ্রিল ২০২০

নগরকান্দা উপজেলা পরিষদ

নগরকান্দা উপজেলা পরিষদ

এই প্রথম করোনা ভাইরাস আক্রান্ত দুই জনের সন্ধান পাওয়া গেছে ফরিদপুরে। দুজনই জেলার নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের বাসিন্দা। এ ঘটনার পর নগরকান্দা উপজেলা লকডাউন করা হয়েছে। 

আক্রান্তরা হলেন- ডাঙ্গী ইউনিয়নের ডাঙ্গী গ্রামের খালেকুর রহমান এবং একই ইউনিয়নের আটাইল গ্রামের মিজানুর রহমান।

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুর জেলা সিভিল সার্জন ছিদ্দীকুর রহমান বলেন, ওই দুই ব্যক্তির উপাত্ত সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছিল। সোমবার (১২ এপ্রিল) বিকেলে ওই দুই ব্যক্তির প্রতিবেদন পাওয়া গেছে। দুইজনেই করোনা পজেটিভ।

এ বিষয়ে ডাঙ্গী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কাজী আবুল কালাম বলেন, ওই দুই ব্যক্তির মধ্যে একজন ঢাকা থেকে এবং অপরজন নারায়ণগঞ্জ থেকে এসেছেন। পাঁচ থেকে ছয় দিন আগে ওই দুই ব্যক্তি বাড়িতে আসেন কিন্তু তারা কেউই নিজ বাড়িতে থাকতেন না।

এ ঘটনার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেতি প্রু ঘটনাস্থল পরিদর্শন করে ওই দুই ব্যক্তির বাড়িতে এসে তাদের হোম কোয়ারেন্টাইনে রেখেছেন এবং ওই দুই ব্যক্তির যাতায়াত সম্পর্কে তথ্য নিশ্চিত করে নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়ন লকডাউন করে দেয়া হয়েছে বলে জানান।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি