ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

নড়াইলে প্রথম করোনা রোগী শনাক্ত, পুরো গ্রাম লকডাউন

নড়াইল প্রতিনিধি

প্রকাশিত : ১১:১১, ১৪ এপ্রিল ২০২০

নড়াইলে প্রথম করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলার লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রামে ২৫ বছরের এক যুবকের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। 

সোমবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক আনজুমান আরা ও সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন। 

এদিকে করোনাভাইরাস সনাক্ত হওয়ার পর লোহাগড়া উপজেলার পারছাতড়া গ্রাম লকডাউন ঘোষণা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।

এ ব্যাপারে সিভিল সার্জন ডাক্তার আব্দুল মোমেন বলেন, নড়াইলে এ পর্যন্ত ২৩জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এর মধ্যে ১৭জনের রিপোর্ট পাওয়া গেছে। আর ছয়জনের রিপোর্ট এখনও পাওয়া যায়নি। এই ১৭ জনের মধ্যে একজনের রিপোর্ট পজেটিভ এসেছে। তার পরীক্ষা খুলনায় সম্পন্ন হয়েছে এবং সোমবার সন্ধ্যায় মৌলিক ভাবে রিপোর্ট জানতে পেরেছি। তবে ওই যুবকের চিকিৎসা বাড়িতে চলছে।

জেলা প্রশাসক আনজুমান আরা বলেন, ওই যুবকের করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ আসায় লোহাগড়ার পারছাতড়া গ্রাম লকডাউন ঘোষণা করা হয়েছে। এ ব্যাপারে আতঙ্কিত না হয়ে সবাইকে সচেতন হতে হবে।

এদিকে বিভিন্ন সূত্রে জানা গেছে, করোনাভাইরাসে আক্রান্ত যুবক সপ্তাহখানেক আগে নারায়ণগঞ্জ থেকে বাড়িতে আসেন। 

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি