ঢাকা, মঙ্গলবার   ০৮ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গাজীপুরে তিন চিকিৎসক করোনা আক্রান্ত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ১৪ এপ্রিল ২০২০

Ekushey Television Ltd.

গাজীপুরের তেতুইবাড়ি এলাকায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের তিন চিকিৎসক করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া ওই হাসপাতালের আরো ২১ জন হোম কোয়ারেন্টিনে রয়েছেন বলে জানিয়েছেন হাসপাতালটির পরিচালক ও কনসালটেন্ট জেনারেল ডা.রাজিব হাসান।

ডা. রাজিব হাসান জানান, করোনা উপসর্গ দেখা দেয়ায় গত ৫ এপ্রিল থেকে ওই তিন চিকিৎসক ঢাকায় তাদের বাসায় অবস্থান করছিলেন। গতকাল ১৩ মার্চ আইইডিসিআরে তাদের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করার জন্য পাঠানো হয়। পরে তাদের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে বলে রাতে টেলিফোনে আইইডিসিআর কর্তৃপক্ষ আমাকে নিশ্চিত করেছেন। এরপর তাদের হোম কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে। বর্তমানে ঢাকার বাসায় তারা ভাল আছেন। এছাড়া ওই তিন চিকিৎসকের সংস্পর্শে এসেছেন হাসপাতালের এমন ২১ জনের নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে এবং তাদেরও হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

গাজীপুর সিভিল সার্জন ডা. খায়রুজ্জামান শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালের চিকিৎসক করোনা আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি