ঢাকা, শনিবার   ০২ নভেম্বর ২০২৪

কুমিল্লায় সেনাবাহিনীর শাক সবজির বীজ ও খাদ্যসামগ্রী বিতরণ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত : ১৫:০৩, ১৪ এপ্রিল ২০২০

করোনা ভাইরাস সংক্রমন প্রতিরোধে কুমিল্লায় জেলা প্রশাসনের পাশাপাশি সর্তকতামূলক বার্তা প্রদান ও সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে শাক সবজি ও অন্যান্য বীজ, খাদ্য সামগ্রী ও সাবান উপহার প্রদান করেছে সেনাবাহিনী। 

উপহার সামগ্রীর মধ্যে ছিল- সাবান ২টি, চাল ১০ কেজি, আলু ৫ কেজি, আটা ২ কেজি, ডাল ২ কেজি, তৈল ১ কেজি, লবন ১ কেজি ও  পেয়াজ ১ কেজি।

মঙ্গলবার সকালে বুড়িচং এর পয়াত গ্রামে ঘরে থাকাদের বাড়ি বাড়ি গিয়ে বীজ বিতরণ করেন কুমিল্লা সেনাবাহিনীর ৩১ বীরের কমান্ডিং অফিসার লে. কর্ণেল মাহাবুব আলম। এ সময় উপস্থিত ছিলেন, বুড়িচং এর সহকারি কমিশনার (ভূমি) ফাহমিদ আক্তার।

পরে নগরীর কান্দিরপাড়, রাজগঞ্জ, চকবাজার, পুলিশ লাইন্সসহ নগরীর বিভিন্ন স্থানে জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নাসরিন সুলতানা নীপা এর নের্তৃত্বে সেনাবাহিনীর সদস্যবৃন্দ টহল ও বাহির হওয়া জনগণ ঘরে ফেরাতে কার্যক্রম পরিচালনা করেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি