ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

করোনা সন্দেহে পারিবারিক কবরস্থানে ঠাঁই পেলেন না এক নারী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত : ১৯:১৭, ১৪ এপ্রিল ২০২০

ফেনীতে করোনা সন্দেহে স্থানীয়দের বাঁধার মুখে পারিবারিক কবরস্থানে দাফন করতে দেয়া যায়নি এক নারীকে। সোমবার রাতে সদর উপজেলার শর্শদী ইউনিয়নের আবুপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে প্রশাসনের হস্তক্ষেপে নিহত ব্যক্তিকে ফেনী পৌর সরকারী করবস্থানে দাফন করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন সুলতানা জানান, কিডনিজনিত সমস্যা নিয়ে এক নারী ঢাকার একটি বেসরকারী হাসপাতালে মৃত্যুবরণ করেন। পরে রাতে স্বজনরা মৃতদেহ নিয়ে গ্রামের বাড়ীতে পৌঁছালে স্থানীয়রা খবর পেয়ে করোনা সন্দেহে লাশ দাফনে বাঁধা দেয়।

একপর্যায় তারা মৃতদেহ বহনকারী এ্যাম্বুলেন্সে ভাংচুর চালায় এবং স্বজনদের সাথে বাক-বিতণ্ডায় জড়িয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় চেয়ারম্যান ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসন ও পুলিশের সহযোগিতায় শহরের সুলতান পুর এলাকার সরকারি পৌর গোরস্তানে নিহতের লাশ দাফন করা হয়।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি