ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

মাগুরায় ট্রাকভর্তী যাত্রী আটক 

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত : ১৯:৩০, ১৪ এপ্রিল ২০২০

মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান জানান, মঙ্গলবার বেলা ১১ টায় মাগুরা ভায়না এলাকায়  ট্রাকভর্তি মানুষ আটক করা হয়। ট্রাকটি নারায়নগঞ্জ থেকে ঝিনাইদহের উদ্দেশ্যে যাচ্ছিল। 

মঙ্গলবার বেলা ১১টার দিকে মাগুরা শহরের কাচা বাজার এলাকায় জন সচেতনাতা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করার কাজ চলছিল। 

এ সময় একটি ট্রাক মহাসড়ক দিয়ে যাওয়ার সময় তার ভিতর কিছু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। ট্রাকটিকে গতিরোধের জন্য সিগনাল দিলেও তা অমান্য করে বের হয়ে যায়। পিছু ধাওয়া করে ভায়না তেল পাম্প এর ভিতর ট্রাকটি আটক করা হয়। 

এ সময় ট্রাক থেকে ৫৫ জন শ্রমিককে আটক করা হয়।  যারা নারায়নগঞ্জ কর্মরত ছিল বলে জানান। জেলা স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় তাদের প্রাথমিক তদন্ত করে সেনাবাহীনি ও জেলা পুলিশের তত্বাবধানে নিজ নিজ এলাকায় পৌছে দেয়া হয়।

আরকে/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি