ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:৫০, ১৪ এপ্রিল ২০২০

করোনাভাইরাসের সংক্রমণ রোধে গোপালগঞ্জ জেলাকে লকডাউন ঘোষণা করা হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টা থেকে এ নির্দেশনা কার্যকর হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।

গোপালগঞ্জ জেলা প্রশাসক শাহিদা সুলতানা জানান, মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১০টার পরে গোপালগঞ্জ জেলায় কেউ প্রবেশ করতে পারবে না। একই ভাবে গোপালগঞ্জ জেলা থেকে কেউ বাইরে যেতে পারবে না। জেলার মানুষরা প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হতে পারবে না। সব ধরনের গণপরিবহন, জনসমাগম বন্ধ থাকবে।

তবে জরুরি পরিসেবা চিকিৎসা, কৃষি পণ্য, খাদ্যদ্রব্য সরবরাহ ও সংগ্রহ, বিদ্যুৎ, গ্যাস, ফায়ার সার্ভিস, টেলিফোন, ইন্টারনেট, ব্যাংকিং সেবা, মোবাইল ব্যাংকিং, ওষুধ শিল্প সংশ্লিষ্ট যানবাহন চলাচল চালু থাকবে। এসব সেবার সঙ্গে যুক্তরা যেকোনো সময় চলাচল করতে পারবে।

আইন অমান্যকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান জেলা প্রশাসক।

আরকে/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি